
Donate for Flood Affected Area
১২২ বছরের মধ্যে ভয়ংকর বন্যা দেখছে সিলেটবাসী। পানিবন্দী প্রায় ৫০ লক্ষ মানুষ। ধ্বংস হয়ে গেছে লক্ষ লক্ষ বাড়ি ঘর। বিশুদ্ধ পানি, খাবার এবং নিরাপদ আশ্রয়ের জন্য হাহাকার চারদিকে। আসুন সবাই মিলে বন্যার্ত এই মানুষগুলোর পাশে দাঁড়াই।

Donate Your Zakat
সক্ষম- যাকাতের অর্থ দ্বারা পরিচালিত একটি স্থায়ী জীবিকা প্রকল্প।
২০১৬ সালে মাত্র ২টি প্রকল্প থেকে পাইলটিং করে ২০১৭ সালে ৭২টি, ২০১৮ সালে ২৮৮টি, ২০১৯ সালে ৪৩৫টি, ২০২০ সালে ৫৩৮টি এবং ২০২১ সালে ১২০০টি পরিবার নিয়ে কাজ করা শুরু করে সক্ষম প্রকল্প।

Donate for Iftar/Sehri Meal
হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, ওই রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে।