
হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, ওই রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে।
এই রমজানে রোজাদারকে ইফতার করাতে এগিয়ে আসুন। ঢাকাসহ ১৫টি জেলায় ৩৫ হাজার মানুষকে ইফতার করানোর এই উদ্যোগে আপনিও যুক্ত হন।