
সক্ষম- যাকাতের অর্থ দ্বারা পরিচালিত একটি স্থায়ী জীবিকা প্রকল্প।
২০১৬ সালে মাত্র ২টি প্রকল্প থেকে পাইলটিং করে ২০১৭ সালে ৭২টি, ২০১৮ সালে ২৮৮টি, ২০১৯ সালে ৪৩৫টি, ২০২০ সালে ৫৩৮টি এবং ২০২১ সালে ১২০০টি পরিবার নিয়ে কাজ করা শুরু করে সক্ষম প্রকল্প।
বাংলাদেশের ৮টি জেলায় প্রায় ৩৩টি ধরনের বিজনেস মডেল নিয়ে কাজ করছে সক্ষম।
দক্ষ মনিটরিং এর ফলে সক্ষম অর্জন করেছে ৯৯.২ ভাগ সফলতা। আমাদের সমস্ত প্রকল্পের মধ্যে রয়েছে ৬০ভাগ নারী এবং ৪০ ভাগ পুরুষ প্রকল্প গ্রহীতা।
যাকাতের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত এবং শারিয়াহ মোতাবেক বন্টনের জন্য আমাদের রয়েছে বিজ্ঞ আলেমদের নিয়ে গঠিত একটি শারিয়াহ বোর্ড।
ইতিমধ্যে দেশ বিদেশে দারিদ্র বিমোচনে অবদান রাখার জন্য সক্ষম প্রকল্প এবং অভিযাত্রিক ফাউন্ডেশন অর্জন করে নানা সম্মাননা এবং স্বীকৃতি।