রমজান ক্যাম্পাইন
মাহে রমজান মাস সকল মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র একটি মাস, এই মাসে রোজা রাখা ছাড়াও মাসটি সংযম, আল্লাহ্র ইবাদত এবং উদারতা বৃদ্ধির একটি সময়। যাকাত এবং সাদাকাহ রমযান মাসে একটি বিশেষ তাৎপর্য বহন করে কারণ ইমানদার ব্যাক্তিরা সকল স্তরের মানুষ সাহায্য করার পাশাপাশি রমযান মাসের ফজিলত সম্পর্কে আবগত থাকেন। এই অনুশীলনটি শুধুমাত্র সুবিধাবঞ্চিতদের সাহায্য করার জন্য নয় বরং একজনের আত্মাকে শুদ্ধ করার লক্ষ্যে এবং ইসলাম প্রচার করার উপায় হিসাবেও কাজ করে।
আপনি এই রমজান মাসে বিভিন্ন দানশীল কাজে নিয়োজিত থাকতে পারেন আপনার যাকাত এবং সাদাকাহার মাধ্যমে যেমন কারো ঋণ পরিশোধের জন্য দান করা, জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়া, কারো চিকিৎসার খরচে সাহায্য করা, কাউকে কুরআনের হাফিজ করে তোলার জন্য আর্থিকভাবে সাহায্য করা, কারো জন্য খাবার সরবরাহ করা, সুবিধাবঞ্চিত পরিবারের জন্য রমজানের বাজার বা অভিযাত্রিক ফাউন্ডেশনের সহায়তায় এই পবিত্র মাসে আমাদের কমিউনিটি কিচেন আপ্যায়নে সুবিধাবঞ্চিতদের ইফতারের আয়োজনে অংশগ্রহণ করতে পারেন।
যারা তাদের ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তারা একটি বীজের মত যা থেকে সাতটি শীষ গজায়। প্রতিটি শীষে একশত দানা থাকে। আর আল্লাহ যার জন্য চান [তার পুরস্কার] বহুগুণ করে দেন। আর আল্লাহ সর্বজ্ঞানী ও সব জানেন। [কোরআন ২:২৬১]
কাব বিন উজরাহ বর্ণিত একটি হাদিসে রাসুল (সা.) এর ব্যাখ্যা করেছেন, “নামাজ হল সুস্পষ্ট প্রমাণ, এবং সাওম (রোযা) একটি দুর্ভেদ্য ঢাল এবং সাদাকাহ (দান) পাপকে প্রশমিত করে যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে। [জামি আল-তিরমিযী]।
নিম্নলিখিত প্রোগ্রামগুলিতে আপনার যাকাত দান করুন
আপনার সাদাকাহ দান করুন
কারা যাকাত গ্রহণ করতে পারেন?
কোরআনের নবম অধ্যায় আয়াত ৬০- এ যাকাত প্রাপকের আটটি বিভাগ সম্পর্কে বর্ণিত রয়েছে। তারা হলেন:
- যারা দরিদ্র এবং/অথবা অভাবী - যাদের নেসাব পরিমাণ সম্পদ নেই।
- যারা নিঃস্ব এবং মিসকিন - যাদের কোনো সম্পদ নেই।
- যাকাত সংগ্রহ এবং পরবর্তীতে বিতরণ করার অনুমতিপ্রাপ্ত সংস্থাগুলি।
- যাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে।
- ঋণ পরিশোধে অক্ষম ঋণী ব্যক্তি।
- সফর অবস্থায় অভাবগ্রস্ত মানুষ।
- যারা আল্লাহর পথে কাজ করছে এবং/অথবা যুদ্ধ করছে।
যাকাতের পরিমাণ কত?
[2:215] “They ask you about giving: say, “The charity you give shall go to the parents, the relatives, the orphans, the poor, and the traveling alien.” Any good you do, God is fully aware thereof.”
[9:60] Charities(Sadaqaat) shall go to the poor, the needy, the workers who collect them, the new converts, to free the slaves, to those burdened by sudden expenses, in the cause of Allah, and to the traveling alien. Such is GOD’s commandment. GOD is Omniscient, Most Wise.
[2:3] who believe in the unseen, observe the Contact Prayers (Salat), and from our provisions to them, they give to charity.
[2:43] You shall observe the Contact Prayers (Salat) and give the obligatory charity (Zakat), and bow down with those who bow down.
[2:83] We made a covenant with the Children of Israel: “You shall not worship except GOD. You shall honor your parents and regard the relatives, the orphans, and the poor. You shall treat the people amicably. You shall observe the Contact Prayers (Salat) and give the obligatory charity (Zakat).” But you turned away, except a few of you, and you became averse.
[2:110] You shall observe the Contact Prayers (Salat) and give the obligatory charity (Zakat). Any good you send forth on behalf of your souls, you will find it at Allah. Allah is seer of everything you do.

OBHIZATRIK’s Ongoing Efforts in Flood Recovery: Rehabilitation, Community development & Livelihood generate

Humanitarian Response to Bangladesh’s Devastating Floods: OBHIZATRIK’s Emergency Response and Recovery Efforts

OBHIZATRIK and Muslim Charity UK Join Hands for ‘Partners for Prosperity’ Project in Bangladesh

Cultivating a Greener Future: Celebrating Project Green Success by Planting more than 5000 trees in Dhaka City

Empowering Women Through Livelihood: Project Shakti’s EUPP Initiative Marks a Milestone in Poverty Eradication
