OBHIZATRIK Foundation

Blog

একটি পরিবার একটি কম্বল

দেশের বিভিন্ন এলাকায় শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে।
প্রতিবছরের মত এবছরও অভিযাত্রিক ফাউন্ডেশন চেস্টা করবে শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য।

এবছর আমরা মূলত রংপুর বিভাগের ২০টি বন্যার্ত এলাকা এবং রোহিঙ্গা শরণার্থীদের মাঝে কম্বল বিতরণ করার জন্য কাজ শুরু করেছি।

[tpath_blockquote footer_text=”” position=”left” animation_type=”none” animation_delay=”500″]লক্ষ্য পাঁচ হাজার পরিবারকে ৫,০০০ কম্বল বিতরণ করা।

প্রতিটি কম্বলের মূল্য ২০০ টাকা।

এই লক্ষ্য পূরণে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

আপনি চাইলে সরাসরি অর্থ অনুদান পাঠাতে পারেন অথবা কম্বল কিনে আমাদের কাছে পাঠাতে পারবেন। [/tpath_blockquote]

#Bank_Information:
Acc Name: OBHIZATRIK Foundation
Acc no: 00280210010529
Trust Bank, Mirpur Branch
SWIFT Code :
TTBLBDDH

#MOBILE_Banking:
Bkash Personal: 01676526737 (Reference: WinterFund)
Bkash Personal: 01679281681 (Reference: WinterFund)
Bkash Personal: 01677040924 (Reference: WinterFund)
Bkash Personal: 01711100188 (Reference: WinerFund)

DDBL / Rocket Personal: 016760054804

Or directly send us the materials to our head office.

Address: 2D/, Pallabi, Mirpur, Dhaka- 1216

Emergency Contact: 01711100188, 01676526737

*** আমরা কোন পুরাতন কাপড় নিচ্ছি না
*** ব্যাবহারযোগ্য পুরাতন কম্বল আমাদের পাঠাতে পারবেন

Share this Post: